Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে স্বপ্নের বিদ্যানিকেতনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের সন্মাননা, ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও পাশাপাশি চাহিদার ভিত্তিতে আশপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রগুলো বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ–চট্টগ্রাম অঞ্চল এর উদ্যোগে এবং অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান ও লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে দেওয়া হয়।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর সভাপতিত্বে, সহ সভাপতি আওলাদ হোসেনের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়াল যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী,স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম নাজ,প্রধান আকর্ষণ ছিলেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও গোন্ডেন ড্রীম ইউ’র চেয়ারপার্সন মোছা: কামরুন্নেছা খানম শোভা মতিন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন দৈনিক ইনফো বাংলা এ দৈনিক প্রথম সিলেট এর ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও রক্তদাতা কামাল আহমেদ আম্বিয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া,নিউজ বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টস আমীর হোসেন সোহাগ, নারী উদ্যোক্তা আকলিমা বেগম।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নাইম উদ্দিন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম,সহ- ধর্ম বিষয়ক সম্পাদক রিফাত হোসেন,প্রচার সম্পাদক সুমাইয়া বেগম,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর, সদস্য সিমা তালুকদার, সেতু বড়ুয়া মুক্তা,সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষ ও শিশুদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।