আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  বাঘাতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  বাঘাতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

Manual8 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা , পৌর বিএনপির আয়োজনে শাহদৌলা কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বিএনপির নেতা মুখলেসুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা জিয়া পরিষদের নেতা বাবুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন পলাশ,উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম সানা, পৌর বিএনপির আহবায়ক জনি, সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ, যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, মজনুর রহমান সুরুজ, শ্রমিক দলের সভাপতি মাহাতাব আলী, জহুরুল ইসলাম পিন্টু, বুলবুল ইসলাম, দোয়া পরিচালনা করেন ওলামা দলের নেতা মাওলানা সাজেদুর ইসলাম। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে  নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Manual1 Ad Code
Manual3 Ad Code