আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ০৫:২৪ অপরাহ্ণ

Sharing is caring!

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজানস্থ ৭নং ওয়ার্ডের শহরবানু বাপের পাড়ায় ৮ম শ্রেণির জনৈকা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১ টায় উক্ত আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Manual3 Ad Code

নিহতের নাম তাহমিনা সোলতানা (১৬)। সে উল্লেখিত এলাকার আবদুর রহিমের কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল হক।

নিহতের বড় বোন বিলকিস ফাতেমা জানান, তাঁর বোন তাহমিনা সোলতানা একপ্রকার মানসিক ব্যাধিগ্রস্থ ছিল। দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা সেবা চলে আসতেছে। স্থানীয় কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে সে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত।

Manual1 Ad Code

ঘটনার সময় তাকে দেখতে না পেয়ে স্বজনেরা এদিক ওদিক খুঁজাখোজি করতে থাকেন। পরে তার কক্ষের দরজা বন্ধ দেখায় অনেক ডাকাডাকির পরও তার কোন সাড়াশব্দ পাননি। অবশেষে দরজার ফাঁক দিয়ে তারা দেখতে পান তার বোন ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। অবশেষে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা৷।

পরে বিষয়টি থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মোহাম্মদ কামাল হোসেন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল শেষ করে থানা হেফাজতে নিয়ে যান। তিনি জানান, ময়নাতদন্তের ভিত্তিতে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code