আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ০১:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

Sharing is caring!

Manual3 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা হতে দিনব্যাপী জেলা জামায়াতের উদ্যোগে জেলার ৬৭টি ইউনিয়নের তিনজন হারে ২০১জন প্রতিনিধি নিয়ে এ প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সেক্রেটারি জেনারেল মোঃ ইয়ামির আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর জনাব মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
বিষয়ভিত্তিক সাজানো প্রাণবন্ত প্রোগ্রামে উদ্বোধনী বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী। দারসে কুরআন পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার। সাংগঠনিক গণভিত্তি রচনার উপায় শীর্ষক আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন আলোচনা পেশ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। আত্নগঠন, কর্মীগঠন ও মান উন্নয়নে দায়িত্বশীলের ভুমিকা বিষয়ক আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ ফখরুল ইসলাম।
শিক্ষা শিবিরের প্রধান আলোচক সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তার আদর্শ সংগঠকের গুনাবলী শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও দ্বীনি যোগ্যতা অর্জনের পাশাপাশি দাওয়াতি চরিত্র নিয়ে প্রতিটি মানুষের কর্ণকুহরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতির নিকট ইসলাম ছাড়া আর অন্য কোন আদর্শ নেই।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, শ্রীমঙ্গল উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহান, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন উপজেলার ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও টিম সদস্যবৃন্দ দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
Manual1 Ad Code
Manual8 Ad Code