আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদ কাপ্তান হো‌সেন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৪:২৪ অপরাহ্ণ
মোহাম্মদ কাপ্তান হো‌সেন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

Sharing is caring!

Manual3 Ad Code
শহিদুল ইসলাম, সিলেট প্রতিবেদক:
Manual6 Ad Code

শনিবার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় ১ম বিতরণ শুরু হয় কিংডম পা‌র্টি সেন্টার, ‌রেঙ্গা হাজীগঞ্জ বাজার, (২য় বিতরণ) রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। (৩য় বিতরণ) হাজী মোহাম্মদ রাজা  চৌধুরী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ।, সাহাদতপুর প্রাইমারি স্কুলের খেলার মাঠে মোহাম্মদ কাপ্তান হো‌সেন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়‌নের ১৫০০ জন হতদরিদ্র অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্টিজ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। পরিচালনায় ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন।

Manual7 Ad Code

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফা শফি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, দক্ষিনসুরমা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক অধ্যাপক মুহিবুর রহমান, ট্রাস্টের সাধারণ সম্পাদক ও রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, লন্ডন প্রবাসী জিয়াউল ইসলাম, ট্রাস্টের নির্বাহী সদস্য ও দক্ষিনসুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন সরকার, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন শাহাব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মইনুল ইসলাম মঞ্জুর, হারুনুর রশীদ হিরন, আব্দুল জব্বার জলিল, মোঃ আপ্তাব আলী ট্রাস্টের নির্বাহী সদস্য ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ন্যশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি  কামাল নেওয়াজ, মেম্বার মইনুল ইসলাম, মেম্বার মোঃ রুহুল ইসলাম, ট্রাস্টের নির্বাহী সদস্য রায়হান উদ্দীন, শাকিল মাহমুদ মঈন, নাহিয়ান ইবনে কাপ্তান, হিশাম ইবনে কাপ্তান, মিসবাহ উদ্দীন, এলাকার মুরুব্বী পংকি মেম্বার, খছরু মিয়া, আপ্তাব মিয়া সহ প্রমুখ।

ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় অত্র এলাকার গরীব, দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে মোহাম্মদ কাপ্তান হো‌সেন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‌মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়‌নের এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে আজ শীতবস্ত্র বিতরণ হচ্ছে, আগামীতেও এই রকম বিতরণ চলমান থাকবে।

Manual5 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন, আমাদের মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়‌নে অসহায় গরীব মানুষ শীতকালে বেশি কষ্ট পায়। মোহাম্মদ কাপ্তান হো‌সেন সমাজ কল্যাণ ট্রাস্টের মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং শীতার্ত গরীব অসহায়দের কম্বল বিতরণে এগিয়ে আসায় আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। এটা কোন অনুদান না, তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সামান্যতম উপহার এবং ভালোবাসার বহি:প্রকাশ। আপনারা আনন্দের সাথে গ্রহণ করলে তারা সম্মানিত হবেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code