আজ শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব- হাজী তাজরুল ইসলাম

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
সুবিধা বঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব- হাজী তাজরুল ইসলাম

Sharing is caring!

Manual1 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত  শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম বাদশাহী টিলা মাঠে ‘আমরা হক্কল সিলটি’ ফেইসবুক গ্রুপ আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল এ কথাগুলো বলেন।
গ্রুপের সহ-সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন নির্বাহী সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী এম আহমদ আলী।
বক্তব্য রাখেন জাতীয় তরুণ সংঘের সাবেক সভাপতি হাজী আশরাফুজ্জামান জামাল, ভূমিহীন আন্দোলন সিলেট জেলা শাখার আহবায়ক নূর মিয়া।
এসময় আমরা হক্কল সিলেটি ফেইসবুক গ্রুপের এডমিন শরীফ তালুকদার, খালেদ আহমদ, তামিন আলী, সাবেক সদস্য ইব্রাহিম পারভেজ, আব্দুল্লাহ আল আমিন, খালেদ আহমদ, আব্দুল্লাহ বিডি, মোঃ রানা মিয়া, মৃদুল লাল দাশ, সাইদুল ইসলাম, মনজু আহমদ, আকবার আলী, আতিক আহমদ, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual3 Ad Code