আজ রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে  বাঘায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৭:০০ অপরাহ্ণ
তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে  বাঘায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

Sharing is caring!

Manual5 Ad Code
দোযেল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ক্রিকেট টর্নামেন্ট খেলায় ৩রানে জয়লাভ করেছে বাঘা পৌরসভা ক্রিকেট দল। টসে জিতে ব্যাট করতে নেমে সীমিত ১৪ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে পৌরসভা ক্রিকেট দল।  ১৮৭ রানের জয়ের লক্ষমাত্রা নিয়ে ১৪ ওভারে ১৮৩ রান করে বাঘা উপজেলা প্রশাসন ক্রিকেট দল।  সেরা বোলিং বাঘা পৌর সভা ক্রিকেট দলের মতিউর রহমান, ম্যান অব দ্যা ম্যাচ বিধান ও উপজেলা ক্রিকেট দলের কবির হোসেন সেরা ব্যাটস ম্যান নির্বাচিত হয়েছেন ।
শনিবার (১৮ জানুয়ারি ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে বাঘা উপজেলা ক্রিকেট দল  ও বাঘা পৌরসভা ক্রিকেট দল খেলায় অংশ গ্রহন করে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ তরফদার আক্তার জামিল খেলার উদ্বোধন ঘোষনা করেন। ধারা ভাষ্যকর হিসেবে ছিলেন- শরিফুল ইসলাম,শিক্ষক বিকে রায়, প্রভাষক আব্দুল হানিফ মিঞা ।
অ্যাম্পায়ার হিসেবে দায়িতে ছিলেন-প্রভাষক সালাইদ্দীন শিমুল,শিক্ষক আবু হেনা মোস্তফা জামান বাপ্পি।
খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে সন্মাননা উপহার(ট্রফি) তুলে দেন উপজেলা নিবাহি অফিসার শাম্মী আক্তার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,ডাঃ আখতার রহমান, উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম, প্রভাষক তাহমিদুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, প্রভাষক মতিউর রহমান, প্রভাষক মোশারফ হোসেন, প্রভাষক লীলন আলী, প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলী, সহকারী কাস্টডিয়ান (বাঘা জাদুঘর) দবির হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, আলপনা ইয়াসমিন(স্থানীয় সরকার বিভাগ, বাঘা), বাঘা স্পোটস একাডেমীর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল,  পরিচালক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
 জানা যায়, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ- এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শ্লোগান সামনে রেখে- যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক ত্বাবধানে “তারুণ্যের উৎসব-২০২৫” শুরু হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভাসহ  উপজেলার বিভিন্ন দপ্তর কর্মসূচি চলমান রেখেছে। কর্মসূচি মধ্যে রয়েছে-আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা,তরুণদের  অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতানিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা,তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা,স্যানিটেশন,হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ,ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিক পণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা,ব্রেস্ট ক্যান্সারবিষয়ক কর্মশালা, কারুশিল্প মেলা/, পিঠা উৎসব/তারুণ্য মেলাসহ, বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন।
Manual1 Ad Code
Manual7 Ad Code