আজ শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে আছে বিএনপি: কয়েস লোদী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ
আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে আছে বিএনপি: কয়েস লোদী

Sharing is caring!

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি। সব বিভেদ ভুলে আগামীর জন্য দলের হয়ে আমাদের কাজ করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াসহ দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা কারাবরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনে শিকার হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার দলের অনেক নেতাকর্মীকে বছরের পর বছর মাসের পর মাস বিনা দোষে জেলে রেখে আমাদের ওপর নির্যাতন করেছে।

তিনি রবিবার (২ ফেব্রুয়ারি) বিগত আন্দোলনে আহত মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আছকর আলীকে দেখতে নগরীর নয়াসড়কস্থ একটি বেসরকারী হাসপাতালে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি চিকিৎসার সবশেষ খোঁজখবর নেন। সাথে ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল আহমদ, ইকবাল হোসেন, রায়হান উদ্দিন,  নাসির আহমদ, নিলয়,  ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক রিপন আহমদসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Manual1 Ad Code
Manual8 Ad Code