আজ শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচার চাই: তৌহিদুর রহমান হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
বিচার চাই: তৌহিদুর রহমান হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল :
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানের নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সমাজের সচেতন নাগরিকরা একত্রিত হয়ে ন্যায়বিচারের দাবিতে কণ্ঠ মিলিয়েছেন।
মানববন্ধনে বক্তারা তৌহিদুর রহমান হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি চিরতরে বন্ধের দাবি জানান। শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমরান আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সার্চ কমিটির সদস্য নিলয় রশিদ তন্ময়। এছাড়াও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফ বক্স।
বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মাধ্যমে জনগণ ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দানব এখনও নির্মূল হয়নি। নিরাপত্তার নামে রাষ্ট্রযন্ত্র সাধারণ মানুষকে আরও অনিরাপদ করে তুলছে।” তারা আরও বলেন, “বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায়, যেখানে বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুনের কোনো স্থান থাকবে না। আমরা তৌহিদুর রহমান হত্যার দ্রুত বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানাই।”
বক্তারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারব্যবস্থার বাইরে কোনো হত্যা মেনে নেওয়া যায় না। আমরা চাই, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক।”
মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্য, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন। আয়োজকরা সবাইকে আহ্বান জানান, “আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে সোচ্চার হয়ে অন্যায়, অনাচার ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে এই অমানবিক পরিস্থিতির পরিবর্তন আনতে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তৌহিদুর রহমান হত্যার বিচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আশা প্রকাশ করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্র দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনের শাসন সমুন্নত রাখবে।