আজ বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ
কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

Sharing is caring!

আকরাম হোসেন হিরন কাপাসিয়া প্রতিনিধিঃ

কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  আয়োজনে বার্ষিক ক্রীড়া  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠান হয়।
কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  কৃষিবিদ মোঃ শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম৷ বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সরকারি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মামুনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর আজিজুল হক, আনিসুর রহমান,আল নোমান খান, আসাদুজ্জামান সহ শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।