আজ রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাহে রমজানের শিক্ষাকে জীবনে প্রতিফলনের মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে হবে- মোঃ আব্দুর রফিক

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৪:১৮ অপরাহ্ণ
মাহে রমজানের শিক্ষাকে জীবনে প্রতিফলনের মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে হবে- মোঃ আব্দুর রফিক

Sharing is caring!

Manual4 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, মাহে রমজান পবিত্র কোরআন নাজিলের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের সু-সংবাদবাহী মাস রমজানুল মোবারক। এই মাসের শিক্ষাকে জীবনে প্রতিফলনের মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে হবে।
তিনি বলেন, গরীব অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সমাজসেবা অধিদফতর। তাদের সমাজের মূল শ্রোতধায়ার নিয়ে আসার জন্যে তাদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছে।
সোমবার (৩ মার্চ) সিলেট নগরীর বাগবাড়িস্থ সরকারি  শিশু পরিবার (বালক) এর বাসিন্দা এতিমদের শিশুদের সাথে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক একথাগুলো বলেন।
সরকারি উপ-তত্ত্বাবধায়ক আয়শা আক্তার বৃষ্টির সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর পক্ষে উপস্থিত ছিলেন সিলেটের এনডিসি মো. ওমর সানী আকন, সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্যাট বিশ্বাস শাহরিয়ার, রেজা-ই-রাব্বি, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি হাজী এম আহমদ আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী শামছুল ইসলাম।
Manual1 Ad Code
Manual7 Ad Code