আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া প্রশাসনের বাজার মনিটরিং ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৮:১৮ অপরাহ্ণ
লোহাগাড়া প্রশাসনের বাজার মনিটরিং ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংকালে ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোড, দরবেশহাট বাজার ও থানা রাস্তার মাথায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইনামুল হাছান।
এসময় সাতকানিয়া স্টোরের শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা, রিয়াদ স্টোরের মোঃ জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা, আর এস স্টোরের আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা, সাথি স্টোরের মোহাম্মদ ইসলামকে ২ হাজার টাকা, হাবিব মেডিকোর জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা, আর বি পোল্ট্রির আবুল কালামকে ১০ হাজার টাকা, নিউ চমক স্টোরের খানে আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে ইউএনও মোঃ ইনামুল হাছান বলেন, পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোড , দরবেশহাট বাজার ও থানা রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়।
এসময় পন্যের মুল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে ৭ দোকানিকে পৃথক সাতটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Manual1 Ad Code
Manual6 Ad Code