আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৮:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

Sharing is caring!

Manual6 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ- এর দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বোর্ডের কেন্দ্রীয় দফতর মৌলভীবাজারের শেখবাড়ী জামিয়া থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানীর সার্বিক পরিচালনায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের উপদেষ্টা ও শেখবাড়ী জামিয়ার নায়বে মুহতামিম হাফিজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, প্রকাশনা সম্পাদক মাওলানা সালাহ উদ্দীন তারেক, বোর্ডের অন্যতম দায়িত্বশীল মাওলানা নাসির উদ্দীন সহ অন্যান্য দায়িত্বশীলগণ।
চলতি বছরের ১৮ জানুয়ারি বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২৮টি মারকাজে একযোগে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় সিলেট বিভাগের ২৪২টি সাবাহী মক্তব থেকে ২ হাজার ১৯৪ শিক্ষার্থী অংশ নেয়। এ বছর পরীক্ষায় পাসের হার ৯৯.৪৯%।
বর্তমানে বোর্ডের অধীনে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। তবে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে প্রতিটি মক্তবের তিন জামাতের (শ্রেণীর) বাছাইকৃত শিক্ষার্থীরা।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মারকাজভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিটি জামাতের শীর্ষ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। বোর্ডসেরা মোট ৩০০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
পাশাপাশি, অংশগ্রহণকারী প্রতিটি মক্তবের মুয়াল্লিমদের (শিক্ষকদের) সম্মাননা হাদিয়া প্রদান করা হবে, যা তাদের উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে, ইনশাআল্লাহ।
সারাদেশে বোর্ডটির কার্যক্রম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। দ্বীনি শিক্ষার এই মৌলিক প্রোগ্রামকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং আরও এগিয়ে নিতে দেশের সকল দ্বীনদার ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ জুলাই ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বোর্ড দ্বীনী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বোর্ড কর্মকর্তারা জানান।
Manual1 Ad Code
Manual6 Ad Code