আজ শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৬:২২ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

Manual7 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া মহল্লাবাসীদের নিয়ে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্নার সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহ মন্জুরুল ইসলাম (জুয়েল) এর পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মসজিদের সাবেক মোতাওয়াল্লী আব্দুল কাইয়ুম মাস্টার।
এসময় অন্যান্যের মধ্যে বর্তমান মোতাওয়াল্লী জামাল উদ্দিন, মিসবাহ উদ্দিন, ফখরুজ্জামান সালেক, সিনিয়র  সাংবাদিক এম. আহমদ আলী, আবু সাঈদ জুবেরী সাদ,  সাদিক মিয়া মেম্বার, সংস্থার উপদেষ্টা মাহবুব আলম ও মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা এই অঞ্চলে খেলাধুলাসহ আর্তমানবতার সেবায় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে উক্ত সংস্থার প্রবাসী সদস্য ও প্রবাসী উপদেষ্টা মন্ডলি বিশেষ অবদান রাখেন।
ইফতার মাহফিলে মহল্লাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাহির, শাহ মনিরুল ইসলাম, ওবায়দুর রহমান বাদশা, শাহ খাদেমুল ইসলাম ফারুক, এস এম মুজাম্মেল, পাবেল রহমান, আলতাফ হোসেন, মাহবুব হাসান রিংকু, সংস্থার কার্যনিবার্হী কমিটির সদস্য শাহ মঞ্জুরুল ইসলাম (জুয়েল), ইসলাম উদ্দীন, আশরাফুল আলম (মাছুম), অ্যাডভোকেট হাসান মিয়া, ফয়সাল আহমদ, রুহিন, শাহ মখসুদুল ইসলাম জামেল,  হায়দার, জুনেদ, ঈসা, মাহী, মুহিব, জামেল, নিয়াজ, শিপন, নিশাত, শাহীদ, বুরহান, জাকারিয়া, সানী, তায়েফ, শোয়াইবুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ।
Manual1 Ad Code
Manual2 Ad Code