আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘার ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা ১২ লক্ষ টাকায় ইজারা প্রদান

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৮:২১ অপরাহ্ণ
বাঘার ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা ১২ লক্ষ টাকায় ইজারা প্রদান

Sharing is caring!

Manual5 Ad Code
দোয়েল,বাঘা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ইদুল ফিতরের ঈদে অনুষ্ঠিত মেলার জন্য ওয়াকফ্ এষ্টটের মাঠ ৭ দিনের জন্য ইজারা প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ-২৫) সকাল ১১ টায় মাজার চত্তরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা দিয়েছেন মাজার পরিচালনা কমিটি। এবছর ইজারা দেওয়া হয়েছে ১২ লাখ টাকায়। সবোর্চ্চ দরদাদা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম।
কমিটি কর্তৃক আরোপিত ১৯টি শর্ত শাপেক্ষে মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত ডাকে ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিলেন ৬৮ জন। এর মধ্যে সরাসারি ডাক হাকিয়েছেন ১৫ জন। প্রথম ডাক শুরু হয় ৮ লাখ টাকা থেকে। গত বছর ইজারা দেওয়া হয়েছিল ২৭ লাখ ৪০ হাজার টাকায়। ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিল ২০ জন। সবোর্চ্চ ডাককারি ছিলেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুন হোসেন।
মাজার পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, ডাকের সমুদয় অর্থ নগদ প্রদান,আইনশৃঙ্খলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখাসহ অন্যান্য শর্তের মধ্যে রয়েছে,যাত্রা,নাচ,গান,পুতুল নাচ, জুয়াখেলা, লটারি, অশ্লিল সিডি, অসামাজিক কার্যক্রম,মেলায় আগত ব্যবসায়ীদের কাছে ১শত টাকা ফুট (দের্ঘ্য-প্রস্থের গড়) হিসাবে ও আসবাবপত্র ক্রেতাদের নিকট শতকরা ৫টাকার বেশি খাজনা আদায় না করার নির্দেশনা দেয়া হয়। সবমিলিয়ে ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন কার্যকলাপও ১৯ শর্তের তালিকায় রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার, সদস্য অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান আসাদ, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, বিএনপির উপজেলা কমিটির নেতা সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম,মোখলেছুর রহমান,পৌর কমিটির নেতা কামাল হোসেন,তফিকুল ইসলাম,আব্দুস সালাম,আব্দুল লতিফ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আব্দুর রব, অধ্যক্ষ আব্দুল হামিদ সহ স্থানীয় প্রশাসনিক ও স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, শর্ত সাপেক্ষে প্রতিবছর ইজারা প্রদান করা হয়। কিন্তু শর্ত ভঙ্গ হলেও কোন পদক্ষেপ নেননা কর্তৃপক্ষ।  ইজারাদার শফিকুল ইসলাম বলেন,শর্ত মেনেই ইজারা নিয়েছেন। শর্ত রক্ষা করে ধর্মীয় মেলার শৃঙ্খলা বজায় রাখবেন বলে জানান তিনি।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, সুষ্ঠসুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে সার্বক্ষনিক পুলিশের টহল থাকবে। তার পরেও মেলায় কোন অনৈতিক ও অশ্লিল কার্যকলাপ  ঘটলে  তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া  হবে।
Manual1 Ad Code
Manual4 Ad Code