আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় পিকআপ ট্রাক সংঘর্ষে নিহত ১

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০২:৫৭ অপরাহ্ণ
পত্নীতলায় পিকআপ ট্রাক সংঘর্ষে নিহত ১

Sharing is caring!

Manual2 Ad Code
মাহমদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:-
নওগাঁর পত্নীতলায় পিকআপ ট্রাক সংঘর্ষে প্রতাপ সিং (২১) নমের একজনের মৃত্যু হয়েছে। নিহত প্রতাপ সিং সাপাহার উপজেলার জামাল নগড়পাড়া গ্রামের সুদাংশিং-এর ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সোমবার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে নজিপুর-সাপাহার সড়কের মল্লিকপুর গ্রামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজিপুর দিক থেকে আসা বালু বোঝাই কাকড়া নিয়ে সাপাহার যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন হতে ডাব বোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা দিলে কাকড়া ড্রাইভার গাড়িসহ খাদের ভিতর পরে গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অপরদিকে মিনিট্রাকে থাকা ডাবের মালিক সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মালপাড়া গ্রামের ফাইজ উদ্দীনের ছেলে  মো. ফইম উদ্দিন (৬০) বাম হাতে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

Manual1 Ad Code

সংবাদ পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ইউনিট নিহত ও আহতকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

Manual1 Ad Code

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত একজন আহত হয়েছেন ট্রাক ও পিকাপ জব্দ করা হয়েছে সাপাহার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code