আজ শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ 

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
কাপাসিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

Sharing is caring!

Manual8 Ad Code
আকরাম হোসেন হিরন,কাপাসিয়া প্রতিনিধিঃ
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে তরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে  অসহায় হতদরিদ্রদের মাঝে  চাল বিতরণ করা হয়।
 হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তরগাঁও  ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ বদরুজ্জামান বেপারী ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন  ট্যাক অফিসার জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,তরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা  মুহাম্মদ  আলমগীর হোসাইন,উপজেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী মদন মিয়া, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন খান, তরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরদার,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন অর রশিদ মিলটন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০ কেজি করে ১ হাজার ১৩ জন নারী-পুরুষদের মাঝে ১০.০০১ মেট্রিক টন কেজি চাল বিতরণ করা হয়।
Manual1 Ad Code
Manual3 Ad Code