আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে রেলওয়ে ব্রীজের নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ণ
কালীগঞ্জে রেলওয়ে ব্রীজের নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

Sharing is caring!

Manual2 Ad Code
তৈয়বুর রহমান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেল সেতুর নীচে বালুর উপর থেকে মরদেহেটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ধারণা রাতে অজ্ঞাত কোন ট্রেনের ধাক্কা লেগে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনা শিকার হন।
বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। তার গায়ে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নিল কালার ট্রাউজার পরিহিত ছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে, ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহের দাফন করা হবে।
Manual1 Ad Code
Manual5 Ad Code