আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট কেএফসি রেস্টুরেন্ট, ডমিজন পিজ্জা ও বাটার শো’রুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
সিলেট কেএফসি রেস্টুরেন্ট, ডমিজন পিজ্জা ও বাটার শো’রুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা

Sharing is caring!

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীর মিরবক্সটুলা অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট, ডমিজন পিজ্জা ও দরগাহ গেইটে অবস্থিত বাটার শো’রুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এঘটনার পর প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। বাটা ইসরায়েলি পণ্য দাবি করে করেন তারা।
ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্সটুলা, চৌহাট্রা, দরগাহ গেইটে এসে জড়ো হতে থাকেন।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
Manual1 Ad Code
Manual7 Ad Code