আজ শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০৩:৪০ অপরাহ্ণ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

Sharing is caring!

Manual4 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
‘ইসরায়েলের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রদান  করুন’
স্বাধীন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক, নারী ও শিশু সহ গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব।
বুধবার ৯ এপ্রিল সকালে সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে (সাবেক কোর্ট পয়েন্ট) সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনটিতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, দৈনিক দিনকাল এর ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বার্তা বাজার এর সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি ডিএইচ মান্না, বিজনেস বাংলাদেশ এর সিলেট প্রতিনিধি রেজাউল করুম সোহেল।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল একটি অবৈধ ও বর্বর জাতি। তাদেরকে মধ্যপ্রচ্যের ক্যান্সার বলা হয়। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের উপর বর্বর হামলা চালিয়ে গণহত্যা করছে। তাদের গণহত্যা থেকে সাংবাদিক, নারী ও শিশুরাও বাদ যাচ্ছে না। আমাদের স্বাধীনতার পর থেকে ইসরায়েলের সাথে কোন কুটনৈতিক সম্পর্ক ছিলনা, এমনকি আমাদের পাসপোর্টেও ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বিগত সরকারের সময়ে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের পণ্য আমাদের বাজারে সহজে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে, যা খুবই বেদনাদায়ক। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসরায়েলের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রদান করার জন্য জোর দাবি জানাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্লাব সদস্য মো. আলমগীর আলম, আবু জাবের, মো. নুরুল ইসলাম, শিপন চন্দ্র জয়, উৎফল বড়ুয়া, আমির উদ্দিন, সোহেল মিয়া, রুবেল মিয়া, দৈনিক আলোকিত সিলেট এর স্টাফ রিপোর্টার মাহফুজ কাওছার সাদি, আইওন টিভির স্টাফ রিপোর্টার ওলিউর রহমান তামিম, নিরাপদ নিউজের মহানগর প্রতিনিধি রাজিব ঘোষ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার তারেক চৌধুরী রাহেল, আমার সিলেটের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন প্রমূখ।
Manual1 Ad Code
Manual5 Ad Code