আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলা উপজেলা বিএনপি’র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ০৬:১৫ অপরাহ্ণ
পত্নীতলা উপজেলা বিএনপি’র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

Sharing is caring!

Manual3 Ad Code
মাহমুদুন্নবী,পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ
দলীয় বিএনপি ‘র নিয়ম-নীতির তোয়াক্কা না করে সকল ইউনিয়ন বিএনপি’র কমিটি সম্পূর্ণ না করে মন গড়া নির্বাচনী সদস্য তৈরী করে পত্নীতলা উপজেলা বিএনপি’র কাউন্সিলের তারিখ ঘোষণা দেবার অভিযোগ উঠেছে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এমদাদুল হক মুকুলের বিরুদ্ধে।
এবিষয়ে উপজেলা বিএনপি’র দুই যুগ্ম আহবায়ক ও ৫ সদস্য লিখিত অভিযোগ করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ তারেক রহমান ও রাজশাহী বিভাগীয় প্রধান ( সাংগঠনিক ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নিকট ।

এ বিষয়ে রোববার ( ১৩ এপ্রিল ) দুপুরে পত্নীতলা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে (একাংশ ) সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পত্নীতলা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম। তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল সোমবার পত্নীতলা উপজেলা বিএনপি’র যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে দুইজন যুগ্ম আহবায়ক সহ আমরা ৫ জন সদস্য কেউ জানতাম না। তারা এক তরফাভাবে দলীয় নিয়ম নীতি কে তোয়াক্কা না করে কাউন্সিলের তারিখ ঘোষণা করেন। আমরা এই কাউন্সিলের ভোটার তালিকা যাচাই-বাছাই করে দেখি যে, কারানির্যাতিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে ভোটার তালিকা তৈরী করেছে। দলীয় নীতিমালা কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে যে কাউন্সিল করা হচ্ছে আমরা তা বর্জন করলাম।

Manual1 Ad Code

এবিষয়ে পত্নীতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাজেদুর ইসলাম দুলাল বলেন, উপজেলা কাউন্সিলের তারিখ ঘোষণার পূর্বে আমি জানতাম না, হঠাৎ দেখি কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে।

অপর এক যুগ্ম আহবায়ক ও নজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন, কাউন্সিলের বিষয়ে আমার কিছু জানা নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি আমি অবগত হয়েছি।

Manual8 Ad Code

এই বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ এমদাদুল হক মুকুল বলেন, সকল নিয়মনীতি মেনেই আগামী ১৪ তারিখে পত্নীতলা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিত্তিহীন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code