আজ বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে নানা কর্মসূচিতে বাংলা নববর্ষ উদযাপন 

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ০৩:২৪ অপরাহ্ণ
কালীগঞ্জে নানা কর্মসূচিতে বাংলা নববর্ষ উদযাপন 

Sharing is caring!

Manual1 Ad Code
তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে  বাংলা নববর্ষ -১৪৩২ উপলক্ষে লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে বাঙালীর বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা। পরে  উপজেলা পরিষদ চত্ত্বর হতে পৌর ভবন পর্যন্ত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ লোকজ মেলা এবং একইস্থানে কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সোলাইমান আলম, মোহাম্মদ হোসেন আরমান, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code