আজ সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
জুড়ীতে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

Sharing is caring!

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থান পর্যন্ত অবাধে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবীতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শিলুয়া খেয়াঘাট ব্রীজে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

Manual4 Ad Code

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বী তাহের আলী, নুরুল আমিন, মোঃ উসমান খান, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েব সহ অনেকেই।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থানে দীর্ঘদিন থেকে অবাধে বালু উত্তোলন করায় দীর্ঘ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি এলাকা বিলীন হওয়ার পথে রয়েছে। তাছাড়া ব্রীজ গুলো অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীসহ এলাকাবাসী আতঙ্কিত জীবনযাপন করছেন। এমতাবস্থায় এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবীতে জানিয়েছেন এলাকাবাসী।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code