আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা পুনর্গঠন: কাইয়ুম সভাপতি সোহেল সেক্রেটারী

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ০৫:২১ অপরাহ্ণ
ইসলামী যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা পুনর্গঠন: কাইয়ুম সভাপতি সোহেল সেক্রেটারী

Sharing is caring!

Manual3 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখা ইসলামী যুব মজলিস কমিটিতে হাফেজ আব্দুল কাইয়ুমকে সভাপতি, সুহেল আহমদকে সেক্রেটারী ও আমির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ উপজেলা অফিসে অনুষ্ঠিত কাউন্সিলে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। এসমশ ২০২৫-২৬ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নব-মনোনীত সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম’র সভাপতিত্বে ও সেক্রেটারী সোহেল আহমদ’র পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে অতিথি ছিলেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি এম. আহমদ আলী, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান আবদাল, সহ-সেক্রেটারী আব্দুল্লাহ আল জাবের, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ খালেদ আহমদ।
নবগঠিত ইসলামী যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা কমিটির দায়িত্বশীল অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আহমদ আলী মেম্বার, সহ-সাধারণ সম্পাদক বদর আহমদ, আনহার আহমদ, বাইতুল মাল সম্পাদক জিয়াউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক তাওহিদ খান, অফিস ও পাঠাগার সম্পাদক আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাইফুল ইসলাম।
কাউন্সিলে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ ও ইসলামী যুব মজলিসের সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual7 Ad Code