আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ণ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ

Sharing is caring!

Manual4 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নাম সম্বলিত সাইনবোর্ড টানানো হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস।
তিনি জানান, আজ (শনিবার) স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ ব্যানারটি টানানো হয়েছে। আগামীকাল রোববার থেকে খেলা শুরু হবে। তাই শনিবার এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের শহীদ সহযোদ্ধার নামকে স্মরণীয় রাখতে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ নামকরণের দাবি জানানো হয়েছিল। এর প্রেক্ষাপটে স্টেডিয়াম কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এজন্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর বন্দরবাজার-সংলগ্ন কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের তৎকালীন ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ টি এম তুরাব।
Manual1 Ad Code
Manual2 Ad Code