আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় যুব উন্নয়নের ব্লক ও বাটিক বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
কাপাসিয়ায় যুব উন্নয়নের ব্লক ও বাটিক বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

Sharing is caring!

Manual8 Ad Code
আকরাম হোসেন হিরন,কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী উদ্যোক্তাদের ৭ দিনব্যাপী ব্লক ও বাটিক বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
এসময়‌ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আকন্দ,গাজীপুর  সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক  সাংবাদিক নুরুল আমিন সিকদার, নারী উদ্যোক্তা গ্রুপের এডমিন শারমিন সুলতানা, কারিমা আক্তার কান্তা, সাংবাদিক আকরাম হোসেন হিরন প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় বেকার যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
৭দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপের ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। তারা ব্লক ও বাটিক প্রিন্টের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিক ভাবে তাদের সনদপত্র বিতরণ করা হবে।
Manual1 Ad Code
Manual7 Ad Code