আজ শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে এনজিও  কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৬:২৭ অপরাহ্ণ
ফুলছড়িতে এনজিও  কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

রাজু সরকার,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বেসরকারি সংস্থা প্রশিকার এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম হিরা খাতুন (৩৩)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশিকার কঞ্চিপাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা নিয়ে গত ঈদুল ফিতরের আগে পালিয়েছেন। গ্রাহকেরা তাঁদের টাকা ফেরতের জন্য মাঠকর্মি  হিরাসহ শাখার দায়িত্বরত কর্মীদের চাপ দেন। গ্রাহকদের টাকার চাপে তিনি এ আত্মহত্যা করেন।
খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ হিরা, আক্তার লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।