Sharing is caring!

রবিউল ইসলাম রবি,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকালে র্যালি শেষে শহীদ মুগ্ধ স্কয়ার চত্বরে শ্রমিক সমাবেশ সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ আসনের সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান।
এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, আবুল কালাম আজাদ, কাজী মাসুদ চৌধুরী, ফারুক হোসেন, আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।