Sharing is caring!

মোহাম্মদ আলী,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০ টায় ডাকরা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি ডাকরা বাজারে যুবদল অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
মিছিলে ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান মিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহায়মিনুল ইসলাম নয়নের সঞ্চালন উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান আলিম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজল, ভায়ালক্ষীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাহমুদ রানা প্রিন্স, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ সিজান সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহিন হিমেল, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহরিয়ারসহ একাদশ-দ্বদশ শ্রেণির শিক্ষার্থীরা।
এর আগে গত ২৭ এপ্রিল ১৩ সদস্যবিশিষ্ট ডাকরা কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়।