আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

editor
প্রকাশিত মে ৯, ২০২৫, ০৫:০৭ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

Sharing is caring!

Manual6 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রাজ্জাক শেখ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর আগে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বক্তারপুরে অভিযান পরিচালনা করা হয়।
আটকৃত রাজ্জাক উপজেলার ছোট দেউলিয়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর মোড়ে “সাজিদ স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রাজ্জাক শেখকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকের সময় তার দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা (নং-০৭, তারিখ-০৮/০৫/২০২৫) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান পুলিশের কর্মকর্তা।
Manual1 Ad Code
Manual7 Ad Code