আজ সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৮টি পুঞ্জির প্রতিনিধিদের নিয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৬:২২ অপরাহ্ণ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৮টি পুঞ্জির প্রতিনিধিদের নিয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি টিলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৮টি পুঞ্জির প্রতিনিধিদের নিয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর মিশন স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। এ সময় তিনি জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে পাহাড়ি পুঞ্জি এলাকায় অপরাধ প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Manual3 Ad Code

তিনি বলেন, মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ সব সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নাগরিকের পাশে আছে। বৈষম্যহীন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, পুঞ্জির লোকদের পানজুমসহ ফসল বিনষ্টকারী অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এলাকায় শান্তিময় পরিবেশ নিশ্চিত করা হবে এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের আইনি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্শ্ববর্তী বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বও আলোচনা হয়।

Manual6 Ad Code

সভায় পুঞ্জিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান বিষয়ে মতামত তুলে ধরেন থানার ওসি ওমর ফারুকের কাছে।

Manual4 Ad Code

আদিবাসীদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ফাদার জোসেফ গোমেজ, আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের (কুবরাজ) ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রা, সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, ইউপি সদস্য সিলভেস্টার পাটাং, ঝিমাই পুঞ্জির মন্ত্রী রানা সুরং, নুনছড়া পুঞ্জির মন্ত্রী ববরিন, মেঘাটিলা পুঞ্জির মন্ত্রী মনিকাসহ বিভিন্ন পুঞ্জির মন্ত্রীগণ। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকঞ্জি, এসআই মুস্তাফিজসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন।

আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের (কুবরাজ) সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, কুলাউড়ার বিভিন্ন পুঞ্জিতে প্রায়শই আদিবাসীদের পানের জুম থেকে পানগাছসহ বিভিন্ন প্রজাতির চারা কর্তন করে দুর্বৃত্তরা।

যার কারণে খাসি পান চাষিরা বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পান চাষ করেই খাসিয়ারা তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি।
তিনি আরো বলেন, দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও সুবিচারপ্রাপ্তির অধিকার প্রত্যেকেরই রয়েছে।

Manual1 Ad Code
Manual4 Ad Code