আজ মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার টরন্টোতে বিশ্ব কবিমঞ্চ এর “বহিবে সুবাতাস” কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১২, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
কানাডার টরন্টোতে বিশ্ব কবিমঞ্চ এর “বহিবে সুবাতাস” কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

Sharing is caring!

প্রবাসী প্রতিনিধি:
কানাডার টরন্টোতে “বিশ্ব মানবতার জন্য কবিতা” স্লোগান নিয়ে বিশ্ব কবিমঞ্চ এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে “বহিবে সুবাতাস” শিরোনামে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩০০০ ডেনফোর্থ এভিনিউ বাংলা টাউনস্থ টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে কবি ও কবিতা নিয়ে এগুতে দৃঢ় প্রতিজ্ঞ বিশ্ব কবিমঞ্চ টরন্টো চ্যাপ্টারের সভাপতি কবি সৈয়দা রোখসানা বেগম এর সার্বিক তত্ত্বাবধানে এ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিশ্ব কবিমঞ্চ টরন্টো চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ত্বিষা মাহমুদা কাউসার এর আন্তরিকপূর্ণ সহযোগিতা ও পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কারপ্রাপ্ত লেখক চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, অন্যমেলার কর্ণধার এবং টরন্টো বই মেলার আহ্ববায়ক সাদী আহমেদ, বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক জসিম মল্লিক, কবি আসাদ চৌধুরীর কন্যা নুসরাত জাহান চৌধুরী শাওলী, ছেলে আসিফ চৌধুরী, জামাতা আন্তর্জাতিক শর্টফিল্ম নির্মাতা নাদিম ইকবাল, টরন্টোর বিশিষ্ট মঞ্চ নাট্যকার হাবীবুল্লাহ দুলাল, কবি রেজা অনিরুদ্ধ, কবি সিরাজুল ইসলাম মুনির, কবি জামিল বিন খলিল, কবি জেবুন নাহার, কবি ইতিহাস কাজী, প্রয়াত কবি ইকবাল হাসানের সহধর্মিনী কবি তসলিমা হাসান, সাঈদ খান প্রমুখ।
টরন্টো শহরের কবিদের নিয়ে আয়োজিত কবিতা সন্ধ্যায় উপস্থিত কবি-লেখকরা নিজেদের কবিতা পাঠ করেন।
 নিজেদের কবিতা আবৃত্তি করেন। আসিফ চৌধুরী তার নিজের লেখা সহ বাবা প্রয়াত কবি আসাদ চৌধুরীর লেখা দু’টি কবিতা পাঠ করেন। কবি সৈয়দা রোখসানা বেগম এর স্বরচিত কবিতা আবৃত্তি এবং নানান ব্যস্ততাকে পাশকাটিয়ে অনুষ্ঠানটিকে অলংকৃত করার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।