আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

Sharing is caring!

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০২৪ — ২৫ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন)  দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসার প্রধান ও শিক্ষার্থীদের মাঝে প্রায় ৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাহিদা শারমিনসহ অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ পরিবেশের সম্মুখীন হচ্ছে দেশবাসী এ থেকে উত্তরণের জন্য নারিকেল, তাল, আম, জাম, নিম, কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় উপজেলা কৃষি অধিদপ্তর এসব চারা বিতরণ করে।