আজ বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এনআরএম বিষয়ক শেয়ারিং ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ০৩:২৯ অপরাহ্ণ
সিলেটে এনআরএম বিষয়ক শেয়ারিং ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেটে মানব পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো (এনআরএম) বিষয়ক বিভাগীয় পর্যায়ে শেয়ারিং ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিভাগীয় ক‌মিশনা‌রের কার্যাল‌য় সিলেট-এর স‌ম্মেলন ক‌ক্ষে সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) এর অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান।
কর্মশালায় সিলেট রেঞ্জের ডিআইজি মো‌ঃ মুশফেকুর রহমান সহ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা, সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকগণ ও পুলিশ সুপারগণ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।