আজ রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sharing is caring!

Manual5 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০০২৪-২৫ এর আওতায় ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ৪০ জন বালক অংশগ্রহণ করছ। সাঁতার প্রশিক্ষণ প্রদান করেন জেলা সাঁতার কোচ সাইফুল ইসলাম ও সহকারী কোচ পারভেজ আহমেদ।
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিতে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার সৈয়দ রুমেন আলী, ওয়ার্ড সদস্য সাহাদ আহমেদ, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য আবদুর রহিম আনছার মিয়া, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ।
এসময় উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code