আজ শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০২:৫০ অপরাহ্ণ
জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজার জেলার জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রেজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু ও হাজী হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ ইসহাক আলী, আপ্তাব আলী, মোঃ ফাতির আলী ও মোহাম্মদ আজাদ মিয়া, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম তোলা ও মোঃ নুরুল ইসলাম জুবেল, সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন, বিল্লাল হোসেন, চিকন মিয়া ও আব্দুর রব সেবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে মোঃ ইসহাক আলী ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম জুবেল ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল থেকেই আমরা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করছি।

আজ সকলের অংশগ্রহণে এবং সহযোগিতায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্ড বিএনপি’র সদস্যরা ইউনিয়ন বিএনপি’র নেতা নির্বাচন করেছেন। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা নির্বাচিত হতে পারেননি তারাও আমাদের ভাই আমাদের দলের কর্মী। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করবো ইনশাআল্লাহ।