Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে সেবামূলক সংগঠন আছিব মেমোরিয়াল ট্রাস্টের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ম ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬মে) সকাল ৯থেকে দুপুর ২টা পর্যন্ত লোহাগাড়া আধুনিক হাসপাতাল এন্ড সুপার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আছিব মেমোরিয়াল ট্রাস্ট ও জিএম আইটি চট্টগ্রামের যৌথ উদ্যোগে এ চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের কনসালটেন্ট ডাঃ কিশোয়ার নাহিদ যুথী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের আবাসিক সার্জন ডাঃ বিশ্বজিৎ দাশ, লোহাগাড়া আধুনিক হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ মৌসুমী বড়ুয়া ও ডেন্টিস আবদুল মোমেন।
ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন আছিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পল্লী চিকিৎসক ইব্রাহীম চৌধুরী, লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসাইন, পরিচালক ছোটন চক্রবর্তী ও রনি পালসহ অন্যরা।
লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসাইন জানান, প্রতি বছরের ন্যায় আছিব মেমোরিয়াল ট্রাস্ট এ বছরও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে গরীব, অসহায় মানুষের জন্য। সুন্দর ও মহৎ আয়োজনের জন্য ট্রাস্টের চেয়ারম্যানকে ধন্যবাদ। আমরা ব্যাপক সাড়া পেয়েছি, ফ্রি চিকিৎসা ক্যাম্পে অনেক রোগীর উপস্থিতি দেখতে পেয়েছি।
আছিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পল্লী চিকিৎসক ইব্রাহীম চৌধুরী জানান, এটি ট্রাস্টের ৩য় বার্ষিকী ও ১০ম ফ্রি চিকিৎসা ক্যাম্প। চারজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে রোগীদের কে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আমরা বিগত দিনে ক্যাম্প গুলোতে যথেষ্ট সাড়া পেয়েছি, এবারেও ইনশাল্লাহ অনেক বেশি সাড়া পেয়েছি। সবার সহযোগীতা পেলে প্রত্যেক হাসপাতালে এ ট্রাস্টের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করতে পারবো। ট্রাস্টের উদ্যোগে এলাকার রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিতে পারলে অনেক ভাল লাগা কাজ করে। সবার সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই।