আজ সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় স্কুলছাত্রী অপহরণ- মুক্তির দাবীতে তিন প্রতিষ্ঠানের মানববন্ধন

editor
প্রকাশিত মে ১৮, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
ধর্মপাশায় স্কুলছাত্রী অপহরণ- মুক্তির দাবীতে তিন প্রতিষ্ঠানের মানববন্ধন

Sharing is caring!

মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে তিন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার বাদশাগঞ্জ বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্টিত হয়।
বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীকে ১৫ মে ২০২৫ ইং তারিখে গার্হস্থ্য বিজ্ঞান ব্যাবহারী পরীক্ষা শেষে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা হতে
অপহরণকারী আদন এবং মুক্তিপণকারী মিলনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ, বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুল ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো: আব্দুল হাই, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি বিএনপির সাবেক সভাপতি আবু তাহের সোনা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভুক্তভোগীর পিতা নুরে আলম প্রমূখ।
বক্তারা বলেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অচিরে শিক্ষার্থীকে উদ্ধার ও অপরাধীকে আইনের আওতায় আনা হোক, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান, সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের বাসিন্দা ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা জন্য প্রশাসনের কাছে জোরদাবী জানান।