আজ রবিবার, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ম্রিয়মাণ রোদ্দুর

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ণ
ম্রিয়মাণ রোদ্দুর

Sharing is caring!

 

জোহরা রুবী

সুরের সাধনা যখন এনে দিল
মুঠোভরা সুখ
তখনি ঝড়ের বেগে তেড়ে এলো
বিরহের সমাধান! বড়ই নিষ্ঠুর!
একপা দুপা করে কাছে আসার ব্যথা
আলোর বিপরীতে ভর করে-
তুমুল দূরত্ব গাথা
সময়ের প্রতিটি ফোঁড়ে জড়ো হয় কত
জোয়ার ভাটার টান
যোগ বিয়োগের ধারাপাতে শুধু
সংশয়ের অভিযান
সাজায় জীবন সৃষ্টির কূজন
স্রষ্টাকে ভালবেসে
হারিয়ে যায়! কোথায় হারায়!
রিক্ততা অবশেষে
পুরনো খেলাঘরে অগোছালো দিনের
আলো এসে ডেকে যায়
শেষ বিকেলের একাকী উঠোনে
দাঁড়িয়ে থাকে ঠায়
প্রাণের তরণী বেয়ে পাখার পুলকে
পাল তুলে বহুদূর
ছাইরঙা মেঘে বেলা যায় মিশে
ম্রিয়মাণ রোদ্দুর।

জোহরা রুবী
১৯১১২৪