আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ম্রিয়মাণ রোদ্দুর

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

জোহরা রুবী

Manual2 Ad Code

সুরের সাধনা যখন এনে দিল
মুঠোভরা সুখ
তখনি ঝড়ের বেগে তেড়ে এলো
বিরহের সমাধান! বড়ই নিষ্ঠুর!
একপা দুপা করে কাছে আসার ব্যথা
আলোর বিপরীতে ভর করে-
তুমুল দূরত্ব গাথা
সময়ের প্রতিটি ফোঁড়ে জড়ো হয় কত
জোয়ার ভাটার টান
যোগ বিয়োগের ধারাপাতে শুধু
সংশয়ের অভিযান
সাজায় জীবন সৃষ্টির কূজন
স্রষ্টাকে ভালবেসে
হারিয়ে যায়! কোথায় হারায়!
রিক্ততা অবশেষে
পুরনো খেলাঘরে অগোছালো দিনের
আলো এসে ডেকে যায়
শেষ বিকেলের একাকী উঠোনে
দাঁড়িয়ে থাকে ঠায়
প্রাণের তরণী বেয়ে পাখার পুলকে
পাল তুলে বহুদূর
ছাইরঙা মেঘে বেলা যায় মিশে
ম্রিয়মাণ রোদ্দুর।

Manual4 Ad Code

জোহরা রুবী
১৯১১২৪

Manual1 Ad Code
Manual8 Ad Code