Sharing is caring!

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১০ টায় উপজেলার মডেল মসজিদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় উপ-প্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
এ সময় উপস্থিত ছিলেন, তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, প্রশাসনিক কর্মকর্তা মনোজিৎ কুমার মজুমদার, সহকারী তথ্য অফিসার আব্দুল আলিম, তথ্য সহকারী রুহুল আমিন, কনক উজ জামান, ফটোগ্রাফার রফিদ আল তাহমিদ ও বাঘা প্রেস ক্লাবসহ উপজেলার অন্যান্য প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
সভায় বক্তব্য কালে বক্তারা গুজব প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে গুজববিরোধী নানা পদক্ষেপ নেবার পরামর্শ দেন ও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় উপ প্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।