আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমি তো আসলে আওয়ামী লীগ ছাড়া কিছু দেখি নাই – বাঁধন

editor
প্রকাশিত জুন ১০, ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ণ
আমি তো আসলে আওয়ামী লীগ ছাড়া কিছু দেখি নাই – বাঁধন

Sharing is caring!

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

 

Manual7 Ad Code

গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন জানিয়েছেন গণঅভ্যুত্থানের পরে ব্যক্তিগতভাবে তার পেশাগত জীবনে বড় ধাক্কা লেগেছে।

তিনি জানান, গণঅভ্যুত্থানের আগে তার তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটি ফিল্মের সাইনিং হওয়ার কথা ছিল ২৫ জুলাই, এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের ৩০ আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুইজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন।

Manual6 Ad Code

বাঁধন স্পষ্ট করে জানান, এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন। “আমি তো আসলে আওয়ামী লীগ ছাড়া কিছু দেখি নাই,” বলে জানান তিনি। তার মতে, দীর্ঘদিন শিল্পাঙ্গনে এককভাবে ক্ষমতা ধরে রাখা একটি গোষ্ঠী এখন প্রান্তচ্যুত, এবং নতুন গোষ্ঠী কাজ দখল করলেও, কাজের ধারাবাহিকতা থেমে নেই—শুধু নিয়ন্ত্রণের হাতবদল হয়েছে।

তিনি বলেন, অনেকে বলছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে। এরকম না। কিছু সিন্ডিকেট চেঞ্জ হয়েছে। যেটা হয় যে, একদল আগে কাজ করতো, এখন আবার আরেক দল দখল করেছে। কিন্তু দখলের পরে আবার তারা কাজ করছে।

তবে এই পরিবর্তনের সময়ও শিল্পীদের প্রতি বিদ্বেষ, হেনস্তা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলেই মনে করছেন বাঁধন। “আমার একজন কো-আর্টিস্টকে গ্রেফতার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সাথেও হয়েছে, আমার আশেপাশের মানুষের সাথেও হয়েছে,” বলেন তিনি।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

 

তথ্য সুএঃ জনকণ্ঠ 

Manual1 Ad Code
Manual8 Ad Code