আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর বাঘায় এক নারীর বিদুৎস্পৃষ্টে মৃত্যু

editor
প্রকাশিত জুলাই ৯, ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ণ
রাজশাহীর বাঘায় এক নারীর বিদুৎস্পৃষ্টে মৃত্যু

Sharing is caring!

দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারীর বিদুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
বুধবার (০৯ জুলাই) বিকাল ৫ টার দিকে নিজ বাড়ি বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পতেঙ্গা বেগমের ২ ছেলে ১ মেয়ে। মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। বড় ছেলে সেন্টু ফরিদপুরে কাজে গেছেন বর্তমান বাড়ি থাকেন না।  সাথে থাকেন ছোট ছেলে সুজন মাহমুদ , ছেলের বউ আর স্বামী নঈম উদ্দিন তিনি কৃষক।
জানা গেছে, পতেঙ্গা বেগম সন্ধ্যার পর টিভি দেখার জন্য মাল্টিপ্লাগে লাইন দিতে যায়, কিন্তু মাল্টির মাথাতে কেন টুপিন লাগানো ছিলো না ২ টা তার কারেন্টের ছকেটের মাঝে ডুকাতে হয়। ছকেটে ২ মাথা দিতে গিয়েই এমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে নির্দিষ্ট সময় পর যখন বিদ্যুৎআয়ন বন্ধ হয় তখন পতেঙ্গা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘরের পাশেই ছিল তার ছোট ছেলের স্ত্রী, স্ত্রী শব্দ শুনে সাথে সাথে গিয়ে লোক ডাকাডাকি করতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পতেঙ্গা বেগম এর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুস সামাদ।
পতেঙ্গা বেগম এর মৃত্যুতে তার স্বামী ছেলে ভেঙে পড়েছেন।
বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।