Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মানব কঙ্কাল।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠসংলগ্ন নদীপাড়ে স্থানীয়রা প্রথমে এটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে কচুরিপানার ভেতর হাড়গোড় সদৃশ কিছু দেখতে পেয়ে তারা বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয় এটি একটি পুরুষের মানব কঙ্কাল। পরে টঙ্গী নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “উদ্ধার করা কঙ্কালের উপরের অংশে কোনো মাংস নেই, শুধুমাত্র হাড় রয়েছে। তাই বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটিকে পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে।”
তিনি আরও বলেন, “স্থানীয়রা খুব দ্রুত পুলিশকে অবহিত করেছে। এরপর আমরা তাৎক্ষণিকভাবে টঙ্গী নৌ পুলিশকে জানাই। ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১৫ থেকে ২০ দিন আগের এবং দূর কোথাও থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছি।”
টঙ্গী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, “কালীগঞ্জ থানা থেকে আমাদের জানানো হয়েছে। আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”