আজ শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই সংকট ও ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই সংকট ও ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

Oplus_16908288

Sharing is caring!

সিনিয়র প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই দেশে সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে দল সাহসিকতার পরিচয় দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মূলহোতাদের বের করে শাস্তির আওতায় আনতে হবে।’
এসময় অচিরেই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।