আজ বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণসহ নানা অনিয়মের মাধ্যমে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গোলাম দস্তগীর বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রোক করা সম্পদ তিনি ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন।
সিআইডি আরও জানিয়েছে, দস্তগীর গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলমান রয়েছে।