আজ রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলার আড়তে মিললো ফণি মনসা সাপ

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ০৭:০০ অপরাহ্ণ
কলার আড়তে মিললো ফণি মনসা সাপ

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই)  বিকেলের দিকে শহরের নতুন বাজার কলার আড়ত থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
এর আগে হঠাৎ করে আড়তের একটি কলার ছড়ির ভেতরে সবুজ রঙের সাপ দেখে আড়তদাররা ভীত হয়ে পড়েন। এ নিয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দ্বীপ। তাঁরা সাপটি শনাক্ত করে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক সজল দেব বলেন, উদ্ধার করা প্রাণীটি সবুজ ফণিমনসা সাপ। এটি নির্বিষ প্রজাতির। সবুজ ফণিমনসা অত্যন্ত সরু ও লম্বা দেহবিশিষ্ট সাপ, যা গাছের ডালপালা বা পাতার মতো দেখতে মিলে। এর শরীর উজ্জ্বল সবুজ রঙের এবং চোখ দুটি বড় ও সামনের দিকে কিছুটা বেরিয়ে থাকে, যা অন্য সাপের তুলনায় ব্যতিক্রম। চোখের এই গঠন ও অবস্থানের কারণে অন্যান্য সাপের চেয়ে সে ভালো দেখতে পায়। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলায় বেশি সক্রিয়। খুবই ধীরগতিতে চলে এবং সাধারণত গাছের ডালে, ঝোপে বা পাতার আড়ালে লুকিয়ে থাকে। নিজেদের আত্মরক্ষার জন্য গলা ফোলায় এবং মুখ খুলে ভয় দেখায়, যদিও সাধারণত আক্রমণ করে না। সাধারণত ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি খেয়ে এরা জীবন ধারণ করে বেঁচে থাকে।
সজল দেব আরও জানান, গরমের কারণে সাপটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে ছিল। কলার সঙ্গে বাগান থেকে শহরে চলে আসে। তাই গাছ থেকে কলা আনার সময় দেখেশুনে বহন করা উচিত। প্রাণীটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই প্রাণীটি বনে অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেন।