আজ শুক্রবার, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

editor
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ণ
মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Sharing is caring!

Manual1 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (২০) ও মোঃ জিহাদ (২১) নামের দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিত রাকিবুল ইসলাম হানিফ (২০) কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার জাকির পাড়ার বাসিন্দা। নিহত মোঃ জিহাদ একই জেলার কানিয়াছড়া এলাকার শামসুল আলমের পুত্র।

Manual8 Ad Code

নিহতের বন্ধু ইউসুফ (১৮) জানান, সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা দিয়েছিল তারা। জাঙ্গালিয়া এলাকায় আমাদের পেছনেই আসছিল নিহতদের মোটরসাইকেল। হঠাৎ বিকট শব্দ শুনলে ফেছন ফিরতেই দেখি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে চলে যায়। স্পটেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের সিএনজিযোগে হাসপাতালে আনলেই দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

Manual5 Ad Code

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মোঃ শহিদুল ইসলাম জানান, দুজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বের তাদের মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code