আকরাম হোসেন হিরন, কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর উপজেলার বীর উজুলী মডেল একাডেমীর স্কুল মাঠে ৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।
মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির কমিটির সদস্য সমাজকর্মী এফ. এম. মমতাজ উদ্দিন রেনু। স্বাগত বক্তব্য রাখেন শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন।
প্রধান বক্তা ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ডেপুটি ডিরেক্টর (শিক্ষা) ডাঃমাহমুদ মুজতবা।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।