আজ রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০২:০১ অপরাহ্ণ
মৌলভীবাজারে ছাত্রলীগের নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) মৌলভীবাজার শহরতলি বড়হাট এলাকায় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা-বার্তা ও অন্তর্বতী সরকারের উপদেষ্টাগণের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব মিথ্যা অপ্রপ্রচার, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়ানোর প্রতিবাদে সাধারণ ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, সাধারণ ছাত্র জনতা মৌলভীবাজার সদর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রাসেল আহসদ, সদস্য খুকন আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের বিবিএস ২য় বর্ষের ছাত্র সেলিম আহমেদ, সোহান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা থাকাকালীন সময়ে সে মৌলভীবাজার অনেক কিছু করেছে এখন বিদেশে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়াচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাকে আইসিটি আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক।