চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন কলাউজান ইউনিয়ের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে (৭৫) এর মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেন লোহাগাড়া উপজেলা প্রশাসন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকার দিকে বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এসময় চট্টগ্রাম জেলা পুলিশ ও লোহাগাড়া থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
স্বজনরা জানান, বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে’র মৃত্যুতে শ্রদ্ধানিবেদনকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিন কান্তি দে’র মত বীর মুক্তিযোদ্ধাকে হারিয়ে আমরা শোকাহত ও বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।